এইটে মা তুই কি করলি ?
এই তিন দিন মোটের উপর
মেঘ ও রোদের ঝগড়া পালায়
রোদের মাথায় হাত বুলোলি !
শেষ দিনটায় মেঘাসুরের
হাঁকডাকেতে ঘাবড়ে গেলি ?
ছানা গুলো তোর ভরসায়
বেরিয়েছিল গর্ত ছেড়ে
তুই মা আছিস , ভয়টা কিসের
দেখতে জগৎ তোর হাত ধরে ।
কালকে তো তুই চলেই যাবি ,
ভেবেছিল দেখবে তোকে
শেষ দেখাটা প্রাণটা ভরে
ঝলমলে রোদ দিনের আলোয় ,
রাতের বেলায় চাঁদ নবমীর
তোর সে মোহন রূপ দেখাবি !
বধ করলি মহিষাসুরে
মেঘাসুরে হেরেই গেলি ?
তোর উপরেই ভরসা ছিল
এইটে মা তুই কি করলি ?