'কেন ?'-টা কি প্রশ্ন হলো ?
সব 'কেন' কী উত্তর দেয় ?
গুয়েরনিকায় আছেটা কি
সবাই দেখে ঢোঁক গিলে নেয়?
কেন ওরা রসিদ খাঁয়ের
ভীমপলাশে আত্মহারা ?
শক্তি সুনীল জয় গোঁসাই-এ
হচ্ছে এমন পাগলপারা ?
আকাশ-চরা পক্ষীহেন
ঐ নারীদের চক্ষু কেন
আননটার ই পরিধিতে
ওরা কেন রয় না বাঁধা ?
যামিনী রায় পান না বুঝে
কি আর এতেএমন ধাঁধা ।
বর্ষা এলে দাদুরীরা
গলা মেলায় ঝিঁঝির ডাকে
জোনাক কেন রাতেই জ্বলে
দিনে কেন লুকিয়ে থাকে ?
তারা কেন কালোয় ভালো
মেঘগুলো সব আকাশ-নীলে
শুশুক কেন ঢেউ-সাগরে
বন্ধু পাতায় গঙ্গা-চিলে ?
দুর্গা মরে বেঘোর-জ্বরে
তুমি কেন আঁচল ভেজাও ?
আজ ও দেখি মিতার তরে
ফেশবুকের ও ভরছে পাতা ও ।
তুমি বড় ' কারণ ' খোঁজো
সার কথাটা এটাই জেনো
ভালো লাগা ভালোবাসার
মধ্যে তো নেই কোন ও 'কেন ? ' ।।