রোগ ব্যধি যন্ত্রণায়
মুলতঃ প্রবোধদায়ী সান্ত্বনাদায়ক
বড়ি ,গুলি , ট্যাবলেট , পিল ,ক্যাপসুল
সর্ববিধ অরিষ্ঠ পাচন-- বিস্বাদ জ্বিহায় !!
স্বাদের ভিন্নতা নাই --
বিকৃত মুখব্যাদান
এবং অতিবাধ্য গলাধঃকরণ !!
সব সূচিপ্রয়োগই কখনো মধুর নয়
আপাত সে বেদনাদায়ক ।
ব্যাধি-প্রশমনে তবু , সহনীয়
ঐ ক্ষুদ্র ক্লেশ বা সন্তাপ ---!!
গাছেদের শিকড় যেমন মাটির ভিতরে
আহার্য সন্ধান করে--জীবন ধারণে ,
তেমনি ভেষজ --ব্যধি উপশমে
শিরার ভিতরে কাজ করে
নীরবে গভীরে--
প্রতিষেধ গড়ে ।
এ কথা আমার নয় , বলেছে ভিষক।
ভেবে দ্যাখো ,জীবিত থাকাও
এক চরম অসুখ --
অথচ কেমন পরম লোভনীয় ।
গাছের পাতায় অস্থিরতা ছাড়া
হাওয়া আছে--টের পাওয়া যায় ?
কেবল নিশ্চিন্ত সুস্থির
সুশান্ত জীবন কল্পনা
মানসিক মৃত্যুর সামিল ।
তাই রোগ থাক-- ভেষজ ও থাক
আর্তি থাক ,আর থাক রোগমুক্তি স্বস্থ ও সুভগ ।।