এখন জেনেছি ,
জানতাম না কিছুই এর আগে !
শুধু ক'টা ভঙ্গুর হাড় ,
থলথলে কয়েক কেজি মাংস ,
ফ্যাকাশে মেরুন সেরটাক রক্ত-- আর
তা ঢেকে দিতে বন্যার সময়
অনুদানে পাওয়া ত্রিপলের মত একটা চামড়া হলেই ,
অনায়াসে একটা মানুষ বানানো যায় ।
তবে হ্যাঁ , একটা অন্তহীন প্রশেসর চাই,
একটা অন্তর্লীন মেমরী কার্ড
আর একটা হার্ডডিস্ক-- বাস্ !!
প্রশেসর-- যাকে হৃদয় ও বলতে পারো ,
যেটা সর্বদা ধুকপুক করে--
বেঁচে আছি কিনা বলে দেয় ।
হৃদয় অনুগত ভারি !
যা বলি,তাই-ই করে দেয়
খানিকটা সংসারের ওইসব পুরাতনী মায়েদের
-- বলা ভালো ,মেয়েদের মতো--
বাছ-বিচার করেনা আজকাল।
কোথায় রাখবো হার্ট থুড়ি হার্ডডিস্ক ?
ঠিক আছে --ওখানেই রাখো--ঐ হৃদয়ের কাছে ।
ওর নাম দাও --জীবন !
যখন যা হবে যেন লিখে রাখে হিস্ট্রি ফাইলে --
খানিকটা ডায়েরির মত ।
এবার মনের ব্যাপার ।
হুঁ ,ওটার ও দরকার !
স্মরণ ও স্মৃতি--দু-রকম মেমরী আছে--র‍্যাম আর রম
আমার দরকার শুধু রিড ওনলি মেমরি--
অর্থাৎ হাতের কাছে যেটা পাও
তাই পড়ে নাও
কাজ কর , তারপর ভুলে যাও ।
মেসিন টা টেঁকাতে হলে বেশিদিন
সেইটাই সব থেকে ভালো ।
মিছি মিছি মনে পুষে রাখা স্মৃতির কী দরকার আছে ?
জমা স্মৃতি ট্রোজানের মত
সেই কাঠের বৃহৎঘোড়া
যার ভিতরে বহু শত্রু সৈন্য লুকোনো রয়েছে ।
মাঝে মাঝে অন্ধকারে ,
তোমার পরিশ্রমী ক্লান্ত মন
যখন বালিশে আশ্রয় নেয়
তখন দেখোনি --বালির বিছানায়
কেমন হাজার কর্কট এক হাত শূন্যে তুলে
ছড়িয়ে পড়েছে ।
এর পর ও
আরেকটি জিনিষ চাই !!
এ্যাডমিন একটি তর্জনী --
যার অগ্রভাগ একটাই ভাত টিপে
জেনে নেবে হাঁড়ির খবর ।
শিরায় শিরায় রুধিরপ্রবাহ ও গুনে নেবে রক্তকণিকা
মানুষটার আয়রণ কমে গেলো কিনা ।
ওটা জানা খুব দরকার !
আজকাল লৌহের দাম
সোনার থেকেও বেশি
ধনতেরাসের লোভনীয় অফার সত্ত্বেও।