কোথায় যেন
কোনো এক বানিজ্যিক বিজ্ঞাাপনে
দেখলাম একটি সদ্যঃস্নাতা কুমারীর মুখ--
কার যেন অষ্টাদশী দুহিতা কোন ও ।
তার মুখে অনর্থক হাসি
ঝকঝকে চোখে কোন প্রশ্ন ছিলনা ।
লাল কুর্তি পরনে ,
একহাতে একগাছি চুড়ি
একহাত খালি
বুকের কাছেতে রাখা দুটি হাত আড়াআড়ি
আঙুলে আঙুল জড়ানো ।
তার কাছে রাখাএকটি সবুজ পাতা
আর লেখা ছিল--
ইউ ডিজার্ভ মোর---মাচ মোর !!
এতোদিন পরে --অনেক দশক চলে গেছে
সময়ের ঢেউ-এ ভেসে গেছে চোখ
তবু কেন মনে হলো
কথাটা তো ওকে ও বলার ছিল--
হয়তো সেদিন এমনি ই কোনো কথা
শুনতে প্রত্যাশী ছিল ও।
ওর ও মুখে ছিল অনর্থক হাসি
ঝকঝকে চোখে কোন প্রশ্ন ছিলনা ।