দৈর্ঘ্যটা বেড়ে গেছে , বেড়ে গেছে প্রস্থ
সংসারে ব্যস্ততা দায়িত্বে ন্যস্ত ।
সেই কবে ফ্রক গেছে , এখন তো শালোয়ার
এখন হাঁটিস্ একা , আঙুলটা ধরবার
দরকার পড়েনাকো ; বরঞ্চ মেয়ে তোর
হাত ধরে তোর হাত , তারও আজ ক্লাশ ফোর ।
বয়স বাড়ায় দেহ , হয়তো বা বুদ্ধি
বৃদ্ধি ও সব কাজে সিদ্ধি ও শুদ্ধি ।
কিন্তু কভু কি ভাবো--তুমি সেই ছোটোটাই
বাবা-মা'র চোখে আছ , বাড়োনিকো ততটাই ।
এখন ও মার কাছে ঘ্যান ঘ্যান বায়না
কোন্ বাবা কাকু মাসি বল্ দেখি চায় না ?
আজ তুই একধাপ লাফ দিলি বয়সে
আয়েসটা করে নিস্ এক থালা পায়েসে ।
ক্যাডবেরী চকোলেট ছোটোবেলা খেতি যা
একদিন খেলে পরে সুগারটা বাড়েনা ।
কালো-বন কেক কাট --আশিসকে আবদার-
গাড়ি করে ঘোরে যেন গুরগাঁও চার-ধার !!


কাকু ও মাসি গড়িয়া ২৮ শে অক্টোবর ২০১৬