নিজের ই দীর্ঘ ছায়া দেখে
ভাবি --প্রফুল্ল প্রত্যূষ
---নাকি বিষন্ন প্রদোষ !
অরুণ লালিমা দেখে
দিক ভুল হয়ে যায়
--প্রাচী না প্রতীচী ।
অতিক্রান্ত আশি-- পিতামহী--
একটাও দাঁত নেই মুখে যার
তার ও হাসিতে পাই
শিশুটির ভুবন মোহন ---
হয়তো বা তাই , বেদনা খুঁড়িনি --
ভাবিনি কখনো ক্রোধ ছিল , অভিমান ছিল
বজ্রের কাঠিন্য ছিল
দধীচির ও বুকের পাঁজরে।