স্থান --স্বর্গদ্বার ( দ্বারের প্রবেশ পথে নতুন অফিস ঘর ) যমালয় ।
চিফ অফিসর-- চিত্র গুপ্ত ( ডেঁপো)(ডেথ এনক্যোয়রি অ্যান্ড পানিসমেন্ট অফিসর )
কুশী-লব-- দু-জন করণিক ও একজন চাপরাশি এবং সাদা নতুন কাপড়ে মোড়া গোটা পাঁচেক বডি ।
বিচার শুরু -- এক একটি বডির প্রবেশ এবং গুপ্ত বাবুর ভারডিক্ট
১--হৃদ্ রোগে মরেছেন ? --চলে যান স্বর্গে ।
২--অপঘাতে মৃত্যু ? --যান তবে মর্গে ।
৩--পরিচয় নাই কোনো ? পড়েছিল সড়কে ?
ঠিক আছে ! পাঠান ওকে রৌরব নরকে ।
৪--ড্রাগ ,বিড়ি , গুটখা ,দিশি ও দোষের হয় !
মেডিসিন ভেবে খান ,-এটা কোনো সিন নয় !!
আপনি যেখানে চান ,স্বর্গে বা নরকে
চলে যান ,যাবোনাকো মিছি মিছি তর্কে ।
৫--কিন্তু ঐ যে ছোঁড়া , ওকে তো যাবে না ছাড়া
চেক কর আগাগোড়া প্যান্ট-শার্ট খুলিয়ে ;
কাব্যি করার ঠ্যালা বুঝুক না কি ঝামেলা
ত্রিশঙ্কু হয়ে থাক্ , রাখো ওকে ঝুলিয়ে ।।