লাল সালু মোড়া ধর্মীয় পুস্তক ছুঁয়ে
তুমি কী সুন্দর অমলিন মুখে অনৃত বলো--
আর আমি শুধু পাপবোধে ক্ষয় হয়ে যাই ।
তুমি বল , " 'পাপ' কেন ? --বরঞ্চ বল 'ভুল' ।
ফাদার পুরুত রসুল ধর্মগুরু ঈশ্বরের দূত
সকলে বলেন ,পাপ-পূণ্য সকলি তাঁহার ।
যাহা যাহা করিয়াছ ,যাহা যাহা করিতেছ ,
সকলি তাঁহার ই ইচ্ছায় , তুমি তো নিমিত্ত মাত্র ।
--'মা ফলেষু কদাচন' মেনে কাজ করে যাও
কিন্তু ,প্রস্তুত থেকো দুর্ভোগের তরে ।''
আমি বলি , 'দেখে নিও , একদিন তুমি নিজেই
কনফেস করবে গীর্জায় ,
মন্দিরে ঈশ্বরের নামে্‌
আল্লাহর নামে মসজিদে ,
বলে দেবে অনর্গল ভিতরের সব পাপকথা । '
আরো এক অ্যাপক্যালিপস লেখা হবে
রিভেলেসান লিখবে কেউ--
উদঘাটন হবে সব রহস্যের ।
আবার তদন্ত হবে ,পুনর্বিচার হবে
সেদিন প্রলয় হবে -পৃথিবীও ধ্বংস হবে
সেদিন হয়তো আবার আরেকটা নতুন সূর্য উঠবে ।