হ্যালো ! হ্যাঁ হ্যাঁ বল আমি দাস অধিকারী---
হ্যাঁ ...আমরাই...!! তোমাদের শুকসারী !!
না-- না-- বাড়ি নয় ---
আমরা এখন ...জ্যোৎস্নায় ...চাঁদমারি...!!
শোনা যাচ্ছে না কিছু ...
ঢেঊ-এর শব্দ ছাড়া..
.বিস্তীর্ণ বালিয়াড়ি
ভাঁটা নয়... এখন জোয়ার
কেউ নেই ধারে কাছে...
সাগর বলছে কথা...
তুমি যা শুনছো সেটা তার ই ।
ঠিকই ধরেছ আজ এনিভারসারি !!
তাই যতটা পারি
ম্যানেজ না , ম্যানেজ না !
--বলছি --ম্যারেজ !!
তুমি ও শুনছো কানে কম...
বাড়ছে তো এজ !!
কি বললে --মেনূ ?
---মিক্সড্ ভেজ কারি !!
হ্যাঁরে ভাই ! আজও একই !!
রোজকার জীবনে ও যা ই --তা ই ই ।
তবু মজা ভারি !!
ঠিকই ধরেছ আজ এনিভারসারি !!
কি বলছো , ভেনূটা সুবিধে নয় ?
মেনুটাও বলা যায় কম ও ?
আরে এটা ভাবছো না কেন
এইটাই শেষ নয় ,এটা তো বিয়াল্লিশতম ।
আরো আটখানা বাকি ---
হ্যাঁ হ্যাঁ খাওয়াবো---ঈশ্বর প্রসাদে
ততদিন যদি বেঁচে থাকি ।।