দ্বা সুপর্ণা সযুজা সখায়া সমানং বৃক্ষং পরিষস্বজাতে
তয়োরন্যঃ পিপ্পলং স্বাদ্বত্ত্যনশ্নন্নন্যোহভিচাকশীতি ।
মনে আছে ,
ঊপনিষদেতে বলা সেই দুটো পাখি ?
একজন চাখে ফল ! দেখে শুধু বাকি ।
অর্থাৎ ,
যদিও বা বসে আছি একটাই ডালে ,
পিপ্পল সুমিষ্ট হলে  আমার কপালে ।
তুমি অনশনে থেকে দেখে যাও খালি
তোমাকে ও দেবো কিছু ,  সে গুড়েতে বালি ।
আহার সুস্বাদু অতি। জেনো কথা খাঁটি--
আমি যদি আম খাই , তুমি চোষো আঁটি ।।