' কাল ' মানে গতদিন ,
' কাল ' মানে আগামী ।
কাল ছিল যা নবীন
কাল ছিল যা দামী ।
' কাল ' মানে যা অতীত ,
অথবা ভবিষ্যৎ ।
কালের চলার পথে
পালাবার নাহি পথ ।
কাল ছিল নীলাকাশ ,
সাগর প্রশান্ত--
সুনামি আসবে কাল
কে বা সেটা জানত ?
কাল তোর ছিল যা ,
কাল ফিরে পাবি না ।
কাল সব জানা ছিল
আজ বল -' জানিনা '।
কাল ছিল রাক্ষস ,
কাল হবে দেবতা ।
আজটা আজকে জানো
যা হবার হবে তা ।
কাল নাম-ডাক ছিল ,
কাল হবে অ-নামী ;
মানুষকে দিলে ঘুষ
দেবতাকে প্রণামী ।।
' কাল ' যাহা গেছে চলে ,
' কাল ' যা হেমন্ত ,
' আজ ' যদি শীত হয়
সকালে বসন্ত ।
দেখেনিকো ' কাল ' কেহ ,
দেখেনি ভবিষ্য ;
করোনাকো কাজ কোনো
হ'য়ে অবিমৃশ্য ।
দুই দিকে দুই ' কাল '
' আজ ' ব'সে মধ্যে ।
ফারাক টা শব্দে
'বদ্ধ ' ও ' বধ্যে ' !!