প্লাস্টিক বোতলে রাখা পরিশ্রুত জল ও শুনছি
রাসায়নিক বিক্রিয়ায় অপবিত্র হয় --
নিরাপদ নয় - মানে ,অযোগ্য পানের ।
কথার পিঠেতে আসে কথা !
চোখে জল বেশিদিন না রাখাই ভালো ।
মাঝে মাঝে ফেলে দিন।
না হ'লে নোংরা জ'মে প্রথমে পিঁচুটি হবে
তার পর চলে যাবে হার্টে--
কর্কট রোগের মত প্রসারণ বড় দ্রুতগতি !!
কথার পিঠেতে আসে কথা !
সামান্য হ'লে ও
কাশি নাকি বেশিদিন না পোষা মঙ্গল ,
না হ'লে কপালে নাকি রাজরোগ লেখা
অতএব শীগগির দেখান ডাক্তার ।
কাশির মতন -- আপনার হাসিটি ও !
বেশিদিন পুষলেই-- কান্না হয়ে যাবে !
রামদাস মান্না নাকি এমনটি বলে গিয়েছেন ।।