চোখে প্লাশ তাই ,আজকাল
খবর পড়িনা--টিভিতেই দেখি ।
রটে গেছে বার্তা নাকি চারিদিকে বিষ !!
তবু ও বাজার ফর্দে শীতল পানীয়--
-- হয়নাকো মিস !!
ফ্রিজ খুললেই দেখি--
পেপসি , কোক , মাউনটেন ডিউ--
আরো যেন কি কি ?
কথাটা ভাবার মত !!


তাছাড়া ,কথাটা তো ঠিক !!
থালা বাটি বাসন-কোসন
জলের বোতল আজকাল সব প্লাস্টিক !!
যতিহীন বিক্রিয়া ক্ষতিকর অতি
দ্রুতগতি শরীরে ছড়ায় ।
সে তো বুঝলাম , কিন্তু উপায় ?
পরিবর্ত আছে কিছু আর ?
আবার কি গাঁয়ে যাবো--কিনে নেবো
কয়েকটা ভাঁড়?
লাল মাটি-হাঁড়ি ?
ভাত-তরকারি রাঁধার খাপরি ?
কিংবা জলের গ্লাশ ?
যত না বাড়ুক ঐ চশমায় প্লাশ--
দেখি বাঁচা যায় কিনা নিরাপদে কয়েকটা মাস !!