না হয় আজকে হেরি ফের ধারাপাত ।
চিনে নিই চোরা রং , শুরু করি বর্ণপরিচয় !
পাতা ফুল আবার ঝরিয়ে
কিশলয় আবার আসুক ।
বসে পড়ি বাবু হ'য়ে পাঠশালে মুদির দোকানে
নতুন নামতা পড়ি দল বেঁধে
গলাতে মিলিয়ে গলা --,
গলে যাক স্রোত হয়ে সুর ,
নামি চল মাটির গভীরে - -- !!
একবার মনে করে দেখ
ক'টা শূণ্য পরার্ধে , অযুতে , নিযুতে ?
আঠারো না বিশ ?
আঙুলে গুণতে ভুলে গেছো ?
ভেবে কিবা ফল , একটা বছরে থাকে কত দণ্ড ,পল !!
তার চেয়ে , দাঁতের পাটিতে নাও ডাঁসা ফল---ফলিত গণিত !!
অভূক্ত বীজেরা থাক্ ঝুলন্ত শিকেয়
ক্রমে একদিন অঙ্কুরিত হ'বে অর্থনীতি ।
সাধ হয় ,
তোমার পাওনা শোধ করি কড়ায় গণ্ডায়
আনা পয়সায় সিকি আধুলিতে ,
দ্রোণ দিয়ে ব্রীহি মাপি ,
মন সের বাটখারা দিয়ে মেপে দিই ধার নেওয়া ধান ,
দুধ তেল মেপে দিই ছটাকে পোয়ায় ।
ভাঙাইতে তব অভিমান
হীরে সোনা মেপে দিই রতি ও ভরিতে ।
সেই সে প্রথম গ্রাম থেকে এসে
রোদ্দুরে পিচ-গলা শহুরে রাস্তায়
যে তামার নয়া পয়সাটা খুঁটে খুঁটে তুলতে পারিনি --
সাধ হয় , সেটা আজ তুলে দেখি
গাড়ির চাকার ঘসটানি খেয়ে খেয়ে
ঘসে মেজে চক্চকে হোলো কতখানি ।।