ভোটের সময় ও লাইন ছিল ,
নাকের ডগায় মুলো ছিল ।
আজ যে নড়েনা এক চুল ও ,
জায়গা ও নেই এক তিল ও ।
কত আর মাখি রোদ মাথায় !
নোটের লাইনে নাওয়া -খাওয়ার
সময় যে নাই বসি দাওয়ার
বাঁশের খুঁটিতে ঠেস দিয়ে !!
কার টাকা আজ কে যে খায় ,
কিছুই ঢোকে না বোকা মাথায় !!
চোখে যেন দেখি শর্ষে ফুল !
হয়তো এসব মনের ভুল
আসতেছে ঐ 'অচ্ছে দিন'
চটের থলিতে নোট নিয়ে ।
চড়েই ঘোড়ায় ঘোড়সওয়ার !
পেয়ে পেয়ে কারো হাতে পাওয়ার ।
খেলতে খেলতে খেলোয়াড় কেউ।
চলছে বাজারে জোর ওয়ার !!
জানতে জানতে জেনেছি এখন
জানোয়ার সব --মানুষ কই ?
দুপুর রোদের লাইনে দাঁড়িয়ে
খোঁয়াড়ে চলছি সব শুয়ার !!!


* ভারতে এখন পুরোনো পাঁচশো আর এক হাজার টাকার নোট বাতিল।সাধারণ লোকের খুব অসুবিধে হচ্ছে ।