ঐ যে মাঠের ঐ ধান গাছগুলি
সবুজ শাড়ীটি ছেড়ে পরেছে হলুদ ।
বুকে ধরে সোনালী সন্তান
শিশিরের ঘোমটায় মাথা নীচু
নীরব মিনতি যেন
' এবারে তো নিয়ে যাও ঘরে ' ।
মাঠের ঐ ধান গাছগুলি স্বভাবে ওষধি
--একবার ফল দিয়ে মরে ।
ওরা আজ প্রাণ হীন শব--
শুস্ক তৃণ--খড় !
তবু ওরা বুকে ধরে নিজের সন্তান
নিজেদের ধড়ে ।
স্যাঁতসেঁতে শ্যাওলা কাঁথায়
বুকে ধরে শিশুগুলি
শুইয়ে রাখবে ওরা
কতদিন হেমন্তের শীতে?
নিস্পাপ পবিত্র ওই শিশু শষ্য গুলি
আঁকড়ে রয়েছে ধরে এখনও
মরে যাওয়া মায়ের শরীর !
তোমরা চাষিরা ,জানো ভালো ।
ওদের তো ঘরে এনে তোলো ,
না হলে বাছারা--
ঐ সব সোনালী শিশুরা
মাঠেতেই যাবে ঝরে
মাঠেতেই মরবে বেঘোরে !!