আজকাল তো প্রায়ই শুনি
আদানি বা আম্বানি--
ওরা সবাই গেরুয়া পরে,
ওদের ঘরে ব্ল্যাকমানি ?
শুনছি ওরা তুলসী পাতা
গন্ধ গায়ে চন্দনের !!
--" ব্যঙ্গ করছো ? অঙ্গে তোমার
ভয়টা কি নেই বন্ধনের ? "
খুঁজে দ্যাখো , ওদের ঘরে
একটাও নাই ধন কালা !
নাই তিজোরির তালার বালাই !
--" খুঁজবি কোথায় ? খোঁজ্ শালা !! "
এখন বরং চাষার ঘরে
পাঁচশো হাজার সঞ্চিত !
উঠে পড়ে লাগছে খোঁজে
চিন্তিত তাই ঊর্জিত !!
দুর্জনে তো পুঁছছে অনেক
--" পদটা কি তার অর্জিত ?"
--" ধুর ধুর ভাই অর্জিত ছাই
চাকরিটা তো প্রদত্ত !! "
--" খেয়েছো কি সকাল থেকে --
বকছো এমন প্রমত্ত ?
ও সব কথা বলতে আছে ?
মাথা তোমার স্কন্ধে তো ?
যা বলেছো , বলেছ ভাই
এবার করো মুঁ বন্ধ !!
প্রবন্ধে কি লিখছো এসব ?
দেখছি , হবে কবন্ধ !!"