বার্দ্ধক্য লুকিয়ে গাছের আড়ে
বাঘের মত পড়লো বুঝি ঘাড়ে ।
হাজার ব্যাধি আসছে রে ওই তেড়ে !
আয়ুর পুঁজি নিল ই বুঝি কেড়ে ।
গ্রীষ্মে ধারা তুলসী অশথ চারায়--
পেছন-ফুটো কুশ লাগানো হাঁড়ি--
জল যে ফুরোয় পাত্রথেকে ঝরে
ফুরোয় জীবন তেমন তড়িঘড়ি ।
তবুও মানুষ চিল-শকুনের মত
সর্বদা চোখ ক্যামনে পরের ক্ষতি !
নিজের ই ঠাঁই যেখানে অস্থায়ী !
অবাক লাগে  কেন এ দুর্মতি  !!!