আজ মাস পয়লা ।
ঝি-চাকর , গয়লা ,
যে মেয়েটা রোজ রোজ
নিয়ে যায় ময়লা ,
যে ছেলে পেপার দেয় ,
তার কিসে দরকার
পাঁচশো না দু-হাজার
হাতে আছে কত কার ,
আদার ব্যাপার তার
জাহাজ তো চাই না !
অতশত বোঝেনা সে
রোজ কাজ করেছে
দিয়ে দিলে চলে যায়
ন্যায্য যা পাওনা !!


ডিমানি - টাইজে সান !!
নাই খাওয়া , নাই স্নান!
কি যে করি ছাই-পাঁশ
এ যে বিষম বাঁশ !
সারাদিন হয়রাণ
কেটে যায় দিনমান ,
আজ যে মেটাতে হবে
ওদের সে মাইনে ।
সব কাজ ফেলে তাই
দাঁড়িয়ে রয়েছি ভাই
সেই সে সকাল থেকে
ব্যাঙ্কের লাইনে ।।