ধরুন , একদিন দল বেঁধে জনতা পিএমসাহেবের বাড়িতে গিয়ে হাজির ! তাদের টাকা চাই !! একটু আগেই আরবিয়াইএর গভর্ণর আর ফিনান্স মিনিস্টারের সাথে এ নিয়েই কথা হচ্ছিল । আম আদমি দেখে পিএম একটু ঘাবড়ে গেলেন । গভর্ণর আর মিনিস্টারকে ডাকলেন । সকলকে বসতে বললেন । সব্বাইকে চা ফা খাওয়ালেন । সব্বাইকে আশ্বাস দিলেন ।
"এসেছেন অতিথিরা -মহতী জনতা !!
প্যাটেল কোথায় গেলো,কোথায় জেটলি ?
শুনুন না কি বলেন , কি ওদের ক্ষোভ ?
কেরোসিন স্টোভে আছে বসানো কেটলি ।
আইয়ে ! ভাইয়ো বেন ! কিজিয়ে চা-পান !!
উতোর তো রেডিমেড সকলের জানা ,
করুন সবুর আর কয়েকটা মাস
সব্বাই পেয়ে যাবে যার যা পাওনা ।
বলেছিতো টাঁকশালে হচ্ছে তো ছাপা ;
রাগ ফাগ অত ক্যান , থাকুন আমোদে ।
এখন বসুন গায়ে দিয়ে শাল চাপা ।
চা টা খান বসে শীতে , পিঠ রেখে রোদে।
দরশনে ভগবান পান বা না পান ,
নয়া সালে নয়া নোট পাবেন নিশ্চয় !
কেষ্ট পাইতে হ'লে কষ্ট কি ভাই
বলুন তো সাচ বাত ,হয় কি না হয় ? "


ডিসেম্বরের যীশু বড়ই দয়ালু
মরে চাষা মিছিমিছি ভাবিয়া ভাবিয়া !
ট্রাকে তোলে মহাজন এ-সময়ে আলু
দাম পেতে হরিবোল ,খই ও খাটিয়া !!