বন্ধুকে বললাম , গাড়ি ফাড়ি কেনো
অসুবিধে যাওয়া -আসা ,--কথাটা তো মানো ।
ইন্টারনেট থেকে নিয়েছি খবর
দশটা কারের দাম দেবো পর পর ।
ইটি-অটো দশটার লিস্টেতে আগে
বুগাট্টি ভেইরন বেশ মনে লাগে ।
দাম তো এখন কম --আটত্রিশ ক্রোর
অপ্রাপ্য কিছু আর ভারতে নো-মোর ।
এখন তো ন'কোটিতে রোলস রয়েস
ফ্যান্টমে বেশ আরাম, --হয়েছে বয়েস !!
বেন্টলি মালসেন সাড়ে সাতে পাবে ,
পেট্রল ভেরিয়েন্ট--কম তেল খাবে ।
যদি ভাবো , অতো টাকা ঢালবেনা কারে --
বাজেটে লিমিট আছে পাঁচ অথবা চারে ,
এ্যস্টন মার্টিনের আছে ভ্যাঙ্কুইস ,
কেবল বলেই ফ্যালো তোমার উইশ ।
কিংবা সেভেন্টি ফোর ডট থার্টি লাখ--
মার্সেডিজ বেঞ্জ পাবে , যদি থাকে লাক !!
এ আর এমন কি ! কিনলেই হোলো !!
রেঞ্জটাই বড় কম- প্রেস্টিজ গ্যালো ।
বন্ধু বললো শেষে অনেক চিন্তিয়া ,
ফাইন্যাল করিয়াছি , শোনো মন দিয়া --
ভেবেছি কিনবো এক এ্যম্বুলেন্স কার --
বিপদ -আপদে হয় প্রয়োজন যার ।
শুয়ে শুয়ে যেতে পারি খুশি যেখানেতে
লাল আলোর বাধা নেই কোনো ট্রাফিকেতে ।।
অতএব হোলো ঠিক , বলিলাম যথা
ডিলারের খোঁজ নাও , রইল এ কথা !!!


Like
Show more reactions
CommentShare