পোঁ- ধরাটা এবার থামা ও
খবর এবার দাও তো খাঁটি !!
শক্তিকান্ত , তুমিই দেখছি
প্রোগ্রামটাই করবে মাটি !!
বলছো কখন পচাশ দিবস ,
বলছো কখন , লাগবে জুলাই !
খবর বল ভিতর দিকের
কথার তোমার দাম কিছু নাই ?
প্যাটেল সাহেব বলুক মুখে
বলুক তিনি না হয় কবে
' অচ্ছে দিন ' আর 'স্বচ্ছ ভারত '
গগন তলে উদয় হবে !!
' আমার টাকা আমারই তো '
শুনতে শুনতে কর্ণে পোকা !
ভিতর ভিতর চলছেটা কি ,
খাচ্ছি রোজই নতুন ধোঁকা ?
ভেবেছো কি বলবে যা তা
বুঝবো তা চোখ বন্ধ করে ?
দাঁড়িয়ে র'ব ছাত্র যেমন
দাঁড়িয়ে থাকে কর্ণ ধরে !!
বন্ধ কর প্রলাপ বকা
আমরা তো নই তেমন বোকা ।
এমনি করে ভাতে মেরে
ব্ল্যাকমানি কি যায় রে রোখা ?
কালাধন আর জালি নোটে
তোমাদের ই বুকটা ফাটে !!
খেয়াল আছে, আবার পাছে ,
দুঃখের দিনের বিজয় মাল্য
আম্বানীদের আঁচড় কাটে !!
কার মেয়েটার পায়ের পায়েল
বিকিয়ে হোলো হৃদয় ঘায়েল !
তোমরা আবার পদ্মপাতা ,
দাগ লাগে না পাঁক ও ঘেঁটে !!
তোমরা তো সেই জোঁকের মতন
সাধ মেটেনা রক্ত চেটে ।
মৎস্য বৃহৎ জাল ছিঁড়ে যায় ,
মরছে তো সেই চুনোপুঁটি ;
তারাই শুধু পড়ছে জালে
ধরছো চেপে তাদের টুঁটি !!
দিচ্ছ রোজই জল মেশানো
মিথ্যে কথার খবর ছড়াও ,
ভুলতে গরিব বুকের জ্বালা
চিতায় তাদের আগুন ধরাও ।
বন্ধ করো রাজনীতিটা
দেশের সেবার মিথ্যা আচার
একদিন তো হবেই হবে
প্রজার হাতে রাজার বিচার ।।