তুই , তেনাদের বালকভৃত্য
নৃত্য দেখাস্ যখন যেমন !!
হাততালি পাস্ , পয়সাও পাস্
থাকলে ভালো মেজাজ ও মন !


বার বার ঐ ইজেরটা তোর
কোমর থেকে পড়ছে নেমে ,
বইতে মাথার মোটখানা তোর
কপাল কপোল যাচ্ছে ঘেমে ,
চোট লেগেছে হোঁচট খেয়ে
গোড়ালিতে ভীষণ ব্যথা !!
তাতে কিসের এলো গেলো
ওসব তো তোর মিথ্যে কথা !


মাথায় রাখা আমের ঝাঁকা
খাস্ না যেন ! দাঁতে পোকা !!
আম্বানীদের খোকার তরে
আলদা করে লুকিয়ে রাখা ।
আমজনতার দাঁতে পোকা
বারণ তাদের গন্ধ শোঁকা !!
আম খেলে হয় দাঁত শির শির
জানিস্ না তুই , ওরে বোকা !!


ঝাঁকার উপর কাপড় ঢাকা--
সফেদ নাকি কৃষ্ণ' টাকা ' !!
বিলোয় না তাই সবার ঘরে
ওসব কথা বুঝবি পরে !!


তুই তো ব্যাটা , কলুর বলদ
গলদ খুঁজে করবিটা কি ?
কাজে কাজেই , ভোল্ সে কথা ।
খোদ ই কাজী যখন রাজী
তোর কি এমন মাথার ব্যথা ?


মোট বয়ে যা ,ধোপার গাধা !!
বলবো যেমন করবি ত তা !
জনগনের হিত টা ভেবে
কাঁদতে প্রাণে আছেন দাদা !!


Like
Show more reactions
CommentShare
Comments



Write a comment...