উড়ে এসে বসেন জুড়ে
'সারেগামা'য় ময়না ।
'প্রাপ্তি'তে দেয় অঙ্গে ভূষণ
'সাক্ষী'তে দেয় গয়না ।
বৃষ্টিতে তার গা ভিজেছে
গানের ধারাই বৃষ্টি !
মুছল পালক গান-গামছায়
বঙ্গ গানের কৃষ্টি !!
বাংলা গানের বিচার করেন
রাজস্থানী ময়না !
রায় টা দেবেন কতক্ষণে
আর তো দেরি সয় না ।
আশিকীর সেই গানের পাখি
বিন-পালকে ওড়ে
হার বা জিতের গান গুলি জিৎ
শান্তণুরাই ধরে ।
আর রয়েছেন প্রবীণ মানুষ
আছেন কুমার শানু ;
রাধার গীতে মধুর বাঁশি
বাজান হরেক কানু ।
গত বছর মঞ্চ আলো
আকৃতি কক্করে --
ষোলো নামের মন্ত্র শুনি
বত্রিশ অক্ষরে ।।
শীত এসেছে , গীত এসেছে
ডিসেম্বরের যীশু !!
পৌষ মাঘেতে বাঘ ও অলস
সবাই পি পু ফি শু !!
বুড়ো শোনেন লেপের ভিতর
তিনি তো নন কালা !
রাতের বেলায় সারেগামায়
হোক্ না ঝালা পালা !!