উনি বলেছেন , 'হে অতীত , কথা কও'
ইনি বললেন , 'কথা বেশি বলো কেন ?'
কনিষ্ঠ ক'ন , 'কারো যা উচিত নয় ,
অনেকে অনেক বলে যায় কথা হেন '।
তবু কথা কও ; বন্ধ বুকেতে
লাগুক না খোলা হাওয়া ,
পৌঁছোতে তীরে পালেতে বাতাস
তবেই না তরী বাওয়া ।
নব বন্ধুর সাথে হবে পরিচয়
প্রকাশিত হবে ভাবধারা তার
অন্দরে যাহা রয় ।
আকাশ শুনবে অতীতের কথা
আপাত বধির যিনি
অন্দরে যাহা র'য়েছে গহ্বরে
অদ্যাপি বন্দিনী ।।