সুয্যি মামা ,চাঁদ ও মামা ,
কানহার মামা কংস ;
শকুনি তো ভগ্নীপোতের
বংশ করেন ধ্বংস !
সোঁদর বনের বাঘ ও মামা
কোন্ সে মায়ের ভাই !
বাবার শালার থাবার ঘায়ে
ছুঁলেই রক্ষে নাই !!
শেয়াল মামার খেয়াল থাকে
মটকাবে ঘাড় রাতে ,
বোন-পো মোরগ মাংসে নরম
কামড় দেবে দাঁতে !!
মায়েদের তো ভায়ের তরে
প্রাণ করে আই ঠাই !
ভাইটি যে তার প্রাণের অধিক
বাতুল মাতুল তাই !!
তাই তাই তাই ! দুধ ভাত খাই
মামার বাড়ি গিয়ে !
টিপ দেওয়াবে মা কপালে
চাঁদ মামাকে দিয়ে !!