কর্ণ যখন জন্মেছিলেন ,কুন্তি তখন আইবুড়ো !
বিদুর ছিলেন দাসীর পুত্র ,জুটতোনা তাঁর খুদ কুড়ো ,
তবু কেন তাঁর রাজসম্মান ? কেন এত তাঁর মর্যাদা ?
আয়ানের বৌ পরপুরুষের প্রেমে মজেছিলো কেন রাধা ?
গান্ধারী-কোলে দুর্যোধনের সবচে' ছোটো ভাই এল,
পঞ্জিকা মতে ধৃতরাষ্ট্রের বয়স তখন কত ছিল ?
আমাদের দিকে আঙুল টা ওঠে মেরীও তো শুনি কুমারী মা !!
যীশুর গল্পে আমরাও শিশু, ! কিন্তু কতই রমরমা !!
কেঁচো খোঁড়োনাকো সর্প বেরুবে ,ঠগ বেছোনাকো গাঁ উজাড় !
হাঁটছো তো গাঁয়ে , ডাইনে ও বাঁয়ে খুঁজলে পাবেই বাঁশের ঝাড় !!