কাল ছিল সাল ষোলো
আজ থেকে সতেরো
ইংরাজী সাল তাই
খাতা নাই সে খেরো ।
এখন ডায়েরী লেখে
লেখক ও কবিরা ,
বিদায়ী ভাষণ শোনে
গত সন স্থবিরা !!
রাজা দিল বক্তৃতা
শুনলাম পুরোটাই ।
বাজিমাৎ করে দিল
সারারাত বাজিরাই ।
আজ থেকে শুরু কর
ফের হলকর্ষণ !
জীবনের মাঠে ঘাটে
রোদনের বর্ষণ !!
ওটা আছে থাকবেই ,
তবু আসে বর্ষা !
আসে প্রতি বর্ষেই
এটাই যা ভরসা !!
সাল আসে সাল যায়
সব বরিশালী নয় !!
কাশ্মিরী শালকেও
শীতের পোষাক কয় !!
যীশুর কৃপায় খাও
চপ কেক শাঁকালু
দাড়ি ও গজাবে রাতে
তিনি বড় দয়ালু !!
দিন যায় দিন আসে
দীন যারা থাকবেই ।
সময়ের খেই ধরে
দীন তবু হাঁটবেই !
শুধু বল ,কত দিন
দাঁড়াবো যে লাইনে
এটিএমে ক্যাশ টাকা
তুলে নেবো মাইনে ?
নতুন বছরে শুধু
বলে দাও ঈশ্বর !
ভোর হ'লে যেন শুনি
গিন্নির সুস্বর !!