ডাক্তারে বলেছিল ছোটোমাছে বেশি গুণ ,
তাই খাই চাঁদা, চুনো ,পুঁটি আর মৌরলা ;
ধরা যায় ছিপ ফেলে , জালে ওঠে সহজেই
ছুঁইনাকো তাই রুই , শোল , শাল , কাতলা ।
গভীর পানির মাছ যেমন টি ' আদানী ' !
বড় মাছ পাকড়ানো জানো তো কী কষ্ট !
দেখলে না ' মালিয়া ' কে জাল ছিঁড়ে পালিয়ে
লন্ডনে বসে আছে , সব শ্রম নষ্ট !!
বড় মাছ রাখো ছেড়ে , কাজে লাগে আখেরে ;
বিয়ের বাজার আছে , মুখে ভাত , পিকনিক !
চাহিদায় ভেটকি তো কাটে বেশি বাজারে
ভোট আছে সামনেই , দরকার হবে ঠিক !!
জানি যত ' আম্বানী '-- তিমিদের পরিবার
বাছি তাই , ফ্যাদা , বাছা ,ন্যাদস , বা গুলে , চ্যাং
পয়সাটা এইবেলা ভ'রে নিই পকেটে ,
এখন পড়ছে পা'য়ে , খাবো জানি পরে ল্যাং !!