আজকাল শুনি , ঠাকুর ঠুকরো
ভেদা ভেদ করে খাদ্যে !
সবজি আমিষ ফল বা ফসলে
দুগ্ধে কিংবা মদ্যে !!
আপনি জানেন ? বৈদিক যুগে
গোমাংস হোতো হুতি ?
পড়ে তো দেখুন ,আগে কি বলেছে
বেদ , সংহিতা , শ্রুতি !!
সোমরস বিনা এক-পা চলেনা
হোমেতে ঢালেন গব্য !
ধম্মোগ্রন্থে খুঁজে তো দেখুন
আরো কি রয়েছে দ্রব্য !!
পড়ে তো দেখুন ,ঋক্ অথর্বে
কি আছে সূক্তে উক্ত !!
খুলে তো দেখুন সায়ণ ভাষ্য
উপনিষৎ বা নিরুক্ত !!
আজ পণ্ডিত ভেদাভেদ করে
জানুন কি আছে বেদে ।
ঋষি পত্নিরা কি সে খাদ্য
পরিবেশিতেন রেঁধে ?
তর্ক তো চলে স্ত্রীশিক্ষা নিয়ে-- !!
শুনেছেন নাম খনা ,
অরুন্ধতি , মৈত্রেয়ী আর
গার্গীর নাম জানা ?
ওঁরা ও ছিলেন কারু না কারুর
পত্নি কিংবা ভগ্নী ।
যে আগুনে তাঁরা খানা পাকাতেন
তাঁকে জানতেন ," অগ্নি " !!
ওঁরা জানতেন মিত্রবরুণ
সবিতা হিরণ্যগর্ভ !
প্রকৃতির পাঠে আমরা কবিতা
পেয়েই করছি গর্ব !!
ওঁরা জানতেন অক্ষ -- ব্যসন
পূষন --পোষক দেব
যমকে জানেন নিয়তির দেব
পুজিতেন অতএব ।।
ওরা জানতেন ইন্দ্রধনূষ
নিশিত বজ্রপাত !
কৃষ্ণ বা কালি বজরংবালি
অশ্রুত অভিধাত !!
আমাদের মনে জন্ম নিয়েছে
কতনা প্রকৃতি বোধ !
সূর্য , বা বায়ু, ইন্দ্র ,বরুণ ,
করুন তো আজ, করুন তাঁদের
কিছুটা পাওনা শোধ !!