বনরুই মাছ নয় !
আসলে সে কিন্তু
অরণ্যে একা একা
খুঁজে খায় পিপীলিকা ,
আর্মাডিলোর ঢালে
ঢাকা এক জন্তু !!
মাছ নয় , গায়ে আঁশ
মুখ খানা সূক্ষ্ম ,
জিভে লালা চটচটে
শুকোলেই দুঃখ !
মাছ নয় 'মাছরাঙ্গা'
রাঙা পাখি বলা যায়
নেই তাপ উত্তাপ
ডালে বসে চুপচাপ
ঝুপ করে সে হঠাৎ
ডুব দিয়ে মাছ খায় !!
সী হর্ষ্ তো ঘোড়া নয় !!
সিন্ধুঘোটক ও !
চিংড়ি তো জলপোকা
তবু সুখে খাও তো !!
লেডীবার্ড পাখি নয়
আসলে তে পোকা সে
ববিপ্রিন্ট কালো-লালে
সুন্দরী সাজে সে !!
অতএব বুঝে শুনে
পোকা-পাখি চিনে নাও !
বোকা হওয়া ভালো নয়,
তার আগে জেনে নাও
বইমেলা গিয়ে আজ ই
ডিক্সনারি কিনে না ও !!