এবার মাগো ,
পাঠশালা বা মাদ্রাসাতে
হিন্দু এবং ইসলামী
বাংলা নতুন পাঠ্য শেখাও
শব্দ নতুন সংগ্রামী !!
'রামধনু'তে সাম্প্রদায়িক
গন্ধে শুরু নাকঝাড়া !
'রংধনু' তে বদলে রামের
ধনু হোল হাতছাড়া !!
' আকাশী ' তে বর্ণ ' শ্যামের '
এবারে তাই ' আসমানি '।
' আশরফি নাও 'মুদ্রা ' দিয়ে '
চলবেনা আর বেইমানি ।
মা গো এবার ' আরাম ' ছাড়ো ,
অরামীরা রাগ করে !
তার চে' বরং ' আরং ' বলো
বাংলা শেখাও ঝর ঝরে !!
পেয়ে গেছো বহুত কিছু
আর পাবেনা আশকারা ।
সত্যি বলি , শব্দ নিয়ে
চলবে না আর মস্করা ।
দেখবো এবার মুরদ কত
বাঁচায় তোমায় তৎসম
বিদেশ থেকে শব্দ আনো
শুনতে ভালো দাম কম ও !!
আরো তো দুই পুত্র তোমার
গ্রাম্য এবং তদ্ভবে
একটু আধটু দুষ্ট বটে ,
পুষ্ট নতুন উদ্ভবে !!
ধার নিয়েছো বিদেশ থেকে
শব্দ অনেক ' মসনদী '
এবার তোমার ' রেস্ত ' হ'লে
শোধ করে দাও , চায় যদি ।