চুন বালি সব ধ্বসে খ'সে পড়ে
দাঁত বার করা ইঁটে
দাঁড়িয়ে তবুও খুঁটি ভর ক'রে
মোর পুরাতন ভিটে !!
মাথার উপর ছাদে নাই চাল
জলে ঝড়ে গেছে কালে !
পুত্র -বৌমা বিদেশে থাকেন
হেথা কে পয়সা ঢালে ?
বাগানে জমেছে ঝরা পাতাগুলি
শ্যাওলা জমেছে ঘাটে !
কে করে এসব সারানো সুরোনো
বাত যে হাঁটুর গাঁটে !
বিমর্ষ থাকি পায়ুতে অর্শ
চক্ষে দেখিনা ভালো,
বধির কর্ণে শ্রবণ লুপ্ত
সাদা কে শুনছি কালো !!
রুধিরেতে মধু , দুধে বায়ু হয় ,
চিনি কী যে নাহি চিনি !!
তদুপরি এক মস্তকোপরি
যষ্ঠি হস্তে তিনি !!


আমি ও যেমন , গিন্নি তেমন
তেমনি বাসস্থান !!
এখন কেবল প্রার্থনা , কবে
ডেকে নেন ভগবান !!