পাঁকাল মাছের তেলতেলে ছাল
পাঁক লাগে না গাত্রে ।
চশমা-নাকে গুরু মশাই
শিখিয়েছিলেন ছাত্রে ।
পাঁকেই দ্যাখো পদ্ম ফোটে
সাজতে বিভূষণে
প'ড়ে-পাওয়ার চৌদ্দ আনা
শারদ শোভা আনে ।
পদ্ম হোলো ধন তেরাসের
দেবীর কানের দুল ,
পাঁক ঘাঁটলেই পদ্ম মেলে
নইলে শালুক ফুল !