লাইফ হোলো , পিকনিক !!
একদিন সক্কালে সূর্যের সাথে বেরিয়ে পড়া।
নদীর কাছে ।
গাছের নীচে ।
মাঠের শেষে-- যেখানে গাঁয়ের শুরু ।
খানা পিনা হোক । নাচা গানা হোক ।
এখানে তুমি ঘর বাঁধতে আসোনি ।
মজা করতে এসেছো ।
একটু আধটু বেলাল্লাপনা ও চলুক !
তার পর ক্লান্ত হয়ে যাও ।
ঝিমিয়ে যাও ।
নিস্তেজ হও  সূর্যের মতন ।
তারপর আলো কমে আসবে ।
চোখে তোমার হয়তো বা সুরার ঘোর ,
হয়তো বা বিস্বাদ বিষাদ ,
ভালো ঠাহর হচ্ছে না চেনা পথ বা পুকুর ।
অচেনা যেন লাগছে সব চেনা রাস্তাঘাট ।
সব চেনা মুখ ও যেন কেমন অচেনা ।
এবার তল্পিতল্পা গুটিয়ে , সন্ধে হওয়ার আগে
আ-মাজা হাঁড়ি কড়াই , হাতা খুন্তি ম্যাটাডরে তুলে
ঘরের পথে ছোটো ।
কেবল বেপরোয়া গাড়িটা ছুটিয়ে বেঘোরে
হে অমৃতের সন্তান ,
তোমার রক্ত মাংস হাড় গোড়
পথে ফেলে এসোনা ।
যেখান থেকে এসেছিলে সেখানে আবার ফিরে যাও ।