আইনেরা চলে আইনের পথে
আইনের কোনো eye নেই ।
আইনেরা চলে মন্থর গতি !
ট্রাম যেন ট্রাম লাইনেই !!
রাস্তা ছাড়ে না শহরের বুকে
এ্যাজমাতে ভোগে তবু ধুঁকে ধুঁকে
হাঁটতে পারে না , তবু লাঠি ঠুকে
হাইকোর্টে তার যাওয়া চাই !!
তুমি মেনে চলো ট্রাফিকের রুল
দেখে পার হও রাস্তা !
তোমার রথের ঘোড়া সামলাও
টেনে ধরো তার রাস টা !
আইনের চোখ ধৃতরাষ্ট্রের
ধারা বিবরণে সঞ্জয় ।
যুযুধান যত কুরু পাণ্ডব
কুরুক্ষেত্রে মাঠময় !!
কর্ণ কৃষ্ণ দুই পক্ষেই
সওয়াল-জবাবে আয়না !
আইন শোনে না বায়না কারো ও
কারো সে পরেনা , খায় না !!
আইনেরা চলে আইনের পথে
যেমন চলেছে চিরকাল !!
কখনো শক্ত , কখনো ভক্ত
চিনে মক্কেল , বুঝে তাল !!!