আঁধিতে গাঁধীর ভুত সেনসারে কাঁচি তাই
গুলজারে ভুল করে ইন্দিরা খুঁজে পাই ।
নেই সেই রাজা রাম , নেই সে অযোধ্যা
কৃষ্টি বাঁচাতে বেঁচে আছে কিছু যোদ্ধা
যোদ্ধারা জানে ভালো ভারতের ইতিহাস ।
বোদ্ধারা শিল্পের দ্যাখেন গলায় ফাঁশ ।
জহর ব্রতের নয় , আগুন সে খিলজির
পদ্মাবতীর হাতে মদনের নাকি তীর !!
বিষয় প্রামান্য নয় , নয় মোটে গ্রাহ্য !
অতএব , বনশালী
এটা জেনে রাখো খালি
শেষ লীলা সঞ্জয় !! ইহা তো কিছু ই নয় !!
পরে হবে পরিচয় , এ তো ' এহ বাহ্য ' !!