সোসাইটির কেয়ার টেকার
সুধীর মহাপাত্র !!
হয়তো বেদের পাঠ পড়েছেন
সোমরসের ই ছাত্র !!
নামেই তিনি কেয়ার টেকার
করে বেড়ান রান্না ,
ঘরের কেয়ার করেন টা কই ?
হাতে সময় পান না !
সুধীর বাবু র উৎকলে দেশ
নয় তো উড়ে মালি !
শখখানা তাঁর সবজি বাগান
গাছ গাছালি খালি !!
সুধীর বাবুর মাচার উপর
বাড়ছে নধর পুঁই !
উচ্ছে বলে , ইচ্ছেটা তার
পুঁই-এর মাচায় শুই !!
সুধীর বাবু মৌরি চিবোন ,
বিশেষ কিছু খান না !
আজকাল যা দিন পড়েছে
পেঁয়াজ রসুন পান না !!
যেদিন কেবল মুরগি কেনেন
পাত্রে ঢালেন মদ্য ।
পুত্র দুজন মানুষ এখন
কাজ জুটেছে সদ্য ।
হাতে এলেই পয়সা কাঁচা
বাঁচার মতন বাঁচা !
সক্কলে কয় , আপন পরাণ
বাঁচাও আগে ,চাচা !!
বাঁচলে নিজে নামটা বাপের
তবেই হবে রক্ষা ।
সার কথাটি--'স্বার্থ বোঝো '
ইহাই নবীন শিক্ষা !!
সুধীর কেনেন ভর্তি বোতল
বেচেন যখন খালি ।
বুঁদ হয়ে যান যখন তখন
পাত্রে তরল ঢালি' !!,
ইচ্ছে্টা হয় কখন সখন
বরফ ঢালেন মদ্যে ;
মাচায় ব'সে ঢুলতে থাকেন
পত্র লেখেন পদ্যে !!
সোসাইটির কেয়ার টেকার
সুধীর মহাপাত্র !
কেউ যদি চান , হতেই পারেন
তাঁহার টোলের ছাত্র !!
*** সুধীর মহাপাত্র একটি কাল্পনিক চরিত্র মাত্র । কেউ কারুর সঙ্গে এর সামঞ্জস্য খুঁজবেন না ।