শিমুল ফোটে , পলাশ ফোটে
কৃষ্ণচূড়া বসন্তে !
রাধা বলেন , হতচ্ছাড়া ,
লজ্জা ঢাকার বসন দে !
দেশ মেতেছে রাসলীলাতে
বস্ত্রহরণ মোচ্ছবে ।
বিপুলভোটে পাশ হয়ে যাক
সাংসদদের প্রস্তাবে
ছেড়াছেড়ি ,পিছন লাগা
আইনিমতে সিদ্ধ হোক্ !
সেন্টি যুবায় শ্রদ্ধা রাখো ,
বলছে বলুক বৃদ্ধ লোক !!
বক্ষে আঁকা গোলাপ ট্যাটু
হস্তে গোলাপ প্রেমিকা ।
এক বাঁশিতে দু-জনে ফুঁ
দিচ্ছে কানু রাধিকা !
গোলাপ ফোটে বারান্দাতে
সাধের টবে সার দিলে ;
বাঞ্ছারামের বাগান খানা
সামলাচ্ছি কারগিলে ।
শিমুল পলাশ আকাশ আঁকে
ইজেলে তার রং-তুলি
বরফ সাদা বান্দীপুরায়
রক্ত ছিটোয় কার গুলি !!
তোমরা পোঁতো গোলাপ বুকে
উপত্যকায় আমরা মাইন
রাই ছেড়ে রই আমরা যখন
তোমরা মানাও ভ্যালেন্টাইন !!