কোত্থেকে তুলে এনে মাংসের টুকরো একখানা
মধুমাসে রিরংসু বায়স , আহা !
বায়সীর চঞ্চুতে রেখে দিল বসন্ত প্রীণন -- !!
বোঝেনিকো কাকিনী কি--
এ সবই উদ্দেশ্যমূলক ?
এ সবই স্রেফ উৎকোচ ?
ওরা ও কি জেনে গেছে , সামনের চৌদ্দতে ভ্যালেন্টাইন ?
ডাইরিতে আছে লেখা ,
প্রেমোৎসুকা
শহরের মেয়েরা ও জানে
কাল গেছে রোজ ডে , আজকে প্রপোজ ?
-- ' নক্সা মেরো না গাই ! আমরাও রাখি খোঁজ টোঁজ !
প্রেম হবে -- আইনক্স নিয়ে চলো যদি ,
'পদ্মাবতী ' - চলছে যে হলে ।
কিংবা চলো মলে-
-- রেস্তোঁরায় !
খাওয়াও দাওয়াও --
পেরেম পিরিত হবে -- হবে প্রপোজাল
সেইসব হবে পরে--আগে করি পকেট উধাও ,
গুনে দেখি কত আছে মাল !! '


* কাল ছিল রোজ ডে , আজ ভ্যালেন্টাইন উইকের সেকেণ্ড ডে - প্রপোজ ডে , পরশু চকোলেট ডে , তারপর টেডি ডে , তার পর প্রমিস ডে , তারপর হাগ ডে , তারপর কিস ডে , তা-র -- পর চৌদ্দ তারিখে ভ্যালেন্টাইন ডে !!