পুড়তে পুড়তে সলতে
ছোটো হয়ে যাচ্ছে ।
তেল ও যাচ্ছে ফুরিয়ে।
তবু ,
একটু উসকে দাও ।
আরো খানিক জ্বলুক ।
দীপশিখা কাঁপছে দেখ ভয়ে ।
হাত দুটি জড়ো ক'রে প্রার্থনা- মূদ্রায়
বাইরের হাওয়া আটকাও ।
সলতেটা আসলেতে জীবনের রেখা ।
তৈল প্রেরণা -
বাঁচার তাগিদ !!
আলো আর না হয় না দিলো ,
তবু থাক , তবুও জ্বলুক
যতদিন আছে পরমায়ু ।।