এক যে দাদু তামিলনাদুর
ছিলেন রাজ্যপাল --
নামটা না হয়, বলেই দিলাম
- বনবিহারী লাল !!
একদিন এক সভার মাঝে
কাজ করলেন ভীষণ বাজে !
লক্ষ্মী নামের একটি মেয়ের
টিপেই দিলেন গাল ।
হোন না তিনি রাজ্যপ্রধান
হোন না রাজ্যপাল !!
মেয়ের গালে টোলটি পড়ে
বুড়োমানুষ থামতে পারে ?
একটু নাহয় আদর করে
হারিয়ে ফেলেন তাল !!
দেখলে পাতে মাংস মাটন
এমন
সবার পড়েই নাল !!
পেপার গুলো এমনি পাজি
ঠিক যেন সেই পাপাররাজি
আরে !!
তিনি কি কেউ হেঁজি পেঁজি
তিনি রাজ্যপাল !!
তবু তাদের হিংসে হোলো ,
চাললো ভীষণ চাল !
হতেই পারেন , টি এন প্রধান
আইন মতে সবাই সমান
বিশ্বাস নাই , তাইলে দেখুন
দেখুন সংবিধান !
তেনার এমন আচরণে
খুঁজে দেখুন সংবিধানে
প্রেসের নারীর মান বাঁচে নি
দেশের অপমান !
বনওয়ারী লাল বললেন --
লক্ষ্মী আমার নাতনীসমা
তা ছাড়া মুই কোথায় কমা ?
বলিই যদি মালয়ালমে
ন্যাঁন নিন্নে প্রেমিকুন্নু !*
অতই কি তোর দেমাক মেয়ে
আঁখ পাকিয়ে দেখিস্ চেয়ে
এমন ক'রে ড্যাবডেবিয়ে সুব্রামনি বোন্নু !!
বলিনি কি "এন্তে আম্মা পারায়ারুন্দু এন্নে
কলায়ানম কঝিকুন্না কিংবা এমন পেন্নু
কষ্টাপদম নু অথবা কষ্টাপদন ভরুন্নো ?"
বল্ না মেয়ে লক্ষ্মী রে তুই সুব্রামনিয়ন্ ও ?*
(ইংরেজীতে বললে ন্যাঁন নিন্নে প্রেমিকুন্নু ! মানে দাঁড়ায় * I love you )
(আর শেষের দিকের কথাগুলোর মানে * My mother would tell me that the girl who would marry me will be in great trouble , Ready to get into trouble ?)