(রথীন দেব আর রীতা্ দেব-- ওরা স্বামি-স্ত্রী । ডিসেম্বরে একজনের ; আর জানুয়ারীতে আরেক জনের জন্মদিন ।  আমরা একই বিল্ডিং-এ থাকি ; উপর তলায় আর নীচের তলায় )


এই তো সেদিন রামের গেল
আজকে আবার সীতার ।
রথীন্দ্র দেব ডিসেম্বরের
জানুয়ারী রীতার ।
রামের বেলায় ফাঁক পড়েছি
সীতার বেলায় চাই-ই !!
আমরা কিন্তু , জেনে রাখুন
এখন আমিষ খাই !!


মাইক্রোটা তো সারিয়েছেন ,
ঘরেই মজুত আণ্ডা !
কেক বানানোর তরিকাতে
রীতার আছে ফান্ডা !!
দেবের বেলায় ফাঁক পড়েছি
দেবীর বেলায় চাই ই ই !
জন্মদিনের টুকরো কেকের
এবার যেন পাই- ই !!


দিন গুনলে ক্যালেন্ডারে
তিন শত পয়ষট্টি
বয়স বেড়ে নিয়ম মত
পেরুবে একষট্টি ।
রীতা ,তুমি ভগ্নী আমার
একশো বছর বাঁচো ।
'শতং জীব' বলবো মোরা
আজকে যদি হাঁচ !
আমরা জানাই আশিস প্রচুর
তাহার পরিবর্তে ।
নীচের তলায় নামতে পারি
উদরপূরণ সর্তে ।।