এ সব আবার কী সব শুনি
থাকলো না আর প্রাইভেসি !
ইন্টারনেট ফাইলে ড্যাটা
গোপন কিছু কম বেশি !!


সব খানেতেই এন্ট্রি এবার
দশটি বিশেষ কোম্পানীর ।
এ তো হোলো চিন্তা ভীষণ
দিল না আর থাকতে থির !!


এই বেলা নাম কাটিয়ে ফেলি
লিখলে বিপদ ফেশবুকে ।
রাজার আবার চররা চরেন,
হয়তো দেবেন কেস ঠুকে !


মেসেঞ্জারে লিখলেও কি
জানবে টা ঠিক দশ জনে ?
পাশ ওয়ার্ডে আটকাবে না
কইছি কথা কার সনে ?


রাতের বেলা বৌ-এর সাথে
বিছানাতে কইছি কি ,
চাইলে তারা জানতে পারেন ?
পাওয়ার আছে ? -- তাই নাকি ?


বাথরুমেতে হয়তো এবার
সি সি টি ভির অবস্থান !
গতিবিধির নজর দিতে
পাততে তোমার কথায় কান?


ট্যুইটারে বা ফেশবুকেতে
লিখছো কিছু বিরুদ্ধ !
তা হলে তো দেশদ্রোহী !!
কার্য তোমার অশুদ্ধ !


বাজারে সব কে কী বলেন ,
রাজার আছে হাজার কান !
চাইলে তিনি চর মারফৎ
প্রজার সকল খবর পান ।


মন্ত্রী বলেন , ' এই যে সেদিন
মোদের আগের দল ছিল ,
সবাই জানে , সেই সে সময়
ফোনে আড়ির চল ছিল !!


ডিজিটালে সার্ভে করা
এ আর এমন নোতুন কি ?
বাগড়া দেওয়া সব ব্যাপারে
ওদের স্বভাব ! প্রায় দেখি !! '


পিসি এবং ল্যাপটপেতেই
তথ্য অনেক গুপ্ত রয় ।
এবারে তাই ঠিক করেছি
সে সব যাতে লুপ্ত হয় !!


এবার থেকে সবখানেতে
সরকারের এই দশটা চর
যখন তখন খবর নিতে
যেতেই পারেন অতঃপর !


ঠিক করলাম , নাম কাটাবো
লিখবো না আর ফেশবুকে !
জানতে পেলে হয়তো বা কেউ
দেবেন কখন কেস ঠুকে ।।