সর্বাণী রিঙ্কু গোস্বামীর জন্মদিনে --


যত দূর জানি আমি ,
সর্বাণী গোস্বামী
জন্মদিনে আরো বেশি 'রিঙ্কু' হয়ে যায় !
যত দূর জানি ,
এখন সে গিয়েছে দীঘায় !
হয়তো বা , এই ঠান্ডায়
গায়ে তার
সাদা সোয়েটার
নরম নরম ফার
কানঢাকা লাল টুপি, লাল মাফলার ,
লাল জুতো পায়
সকালের রোদে ঝিকমিক
সোনালী বালিতে
আজ বুঝি সেই নাবালিকা
বাবা-মা'র হাতে-ধরা হাতটি ছাড়িয়ে
লাগিয়েছে খরগোস ছুট !


মা ডাকেন , ' প'ড়ে যাবি !!
ঝুটমুট
ছড়ে যাবে হাঁটু বা গোড়ালি ,
ব্যথা পাবি এই ঠাণ্ডায় !
ফিরে আয় মা রে , ফিরে আয় !! '
বাবা ক'ন , ' দ্যাখো দ্যাখো !
কাণ্ডটা দ্যাখো !
আরো সব মেয়ে তো রয়েছে !
ওর মত দস্যি কি কেউ ?'
সর্বাণী খিল খিল হাসে ,
" বাবা , ঐ দ্যাখো সাগরের ঢেউ !''