কাকভোরে তিনি স্নান সেরেছেন ,
আজ তিনি অতি ব্যস্ত
পরেছেন আজ শাড়ি গরদের
কপালে সিঁদুর মস্ত ।
হুকুম হইল , " যাও করি' ত্বরা
যদিও বাজারে দাম অতি চড়া --
বেচাল চেলো না , আভি এনে দাও -
দায়িত্ব হোলো ন্যস্ত !!
-- দুধ কিলোটাক , গোটা দুই বেল
শিকওলা ডাব , আর নারিকেল ,
ভানুর দোকানে গুজিয়া না পেলে
নিয়ে নিও সন্দেশ ।
আকন্দ মালা , ধুতরোর ফুল ,
পেয়ারা আপেল , কিছু ফলমূল
-- বাজারে মেলে না ? --মেরো নাকো গুল !
-- ঠিক আছে তবে -- যাহা বোঝো নিজে
মনে যাহা লাগে বেশ !!
গুছিয়ে কিনিও গুলিয়ে খেও না
কর যাহা শেষমেষ !! "
-- " যাও বাজারেতে থলিটি লইয়া
যাও ত্বরা করি' , থেকো না বসিয়া
মনে ক'রে খাও প্রেসার সুগার
উঠে পড় দয়া করে !
কবিতা টবিতা লিখিও নাহয় ,
ভাবিয়া টাবিয়া পরে !
উল্টোপাল্টা গিলো না আবার
দেখে খাও ভালো করে--
খবর দিনের পেপার হইতে
পালিয়ে যাবে কি সরে ?
আজ আমি আর , চা ফা খাবো না
উপোস আমার আজ । "
ব্রত রেখেছেন শিবরাত্রির
বাড়িয়াছে মোর কাজ !!
সব শেষে ,
কহিলেন তিনি , -- " করপোরেশনে
জলেতে কন্টা মিনেসান !
শিবের মাথায় উচিত হবে না
করিতে তাঁহাকে পড়েশান
ঢালা সেই জল--অপরিশোধিত
আন্ত্রিক বিষে ভরা ।
জেনে শুনে বল , হেন পাপ কাজ
যায় কি কখনো করা ?
অতএব এনো এক ঘটি জল
ঝিল থেকে যদি পারো
হবে মঙ্গল শিবের দয়ায় সকলের
-- আপনার ও " !!