কেউ কি আর গুনে গু্নে দেখে ?
কেউ ই না -!
সেদিনের সেই কনীনিকা গোনেনি কখনো
কখন যে
ঊনিশ হাজার তিনশ' পঁয়তাল্লিশ বার
টুপ টুপ ডুব দিল পশ্চিমে সবিতা --
দিগন্তের নয়ানজুলিতে
তার সে প্রথম দেখা পানকৌড়িটির মত !
বালিকাটি গুনে ও দেখেনি
ক'টা ছোটো পদক্ষেপ পৃথিবীটা পেয়ে গেল
পৌঁছোতে পায়ে পায়ে
প্রিয় তার চন্দনের বনে ;
শহরের পিচ ঢাকা পথে
হেঁটে হেঁটে জুতোটার সোল গেছে ক্ষয়ে
এখন আসানসোলে গোস্বামী বাড়ির বৌ --
এখন ' সর্বাণী ' ।
অঙ্কে আজ দুই মেয়ে প্রিয়াঙ্কা ও পূজা
তবু কোলে --
বুকের ভিতরে
লুকিয়ে আর এক মেয়ে --
মা'র ডাকা ' রিঙ্কু ' মধুক্ষরা !!


-- দাদা ভাই ।


সর্বাণী রিঙ্কু গোস্বামী  একজন প্রতিষ্ঠিত লেখিকা । সাধারণতঃ ফেশবুকে লিখে থাকেন ।
আমি সৌভাগ্যবশতঃ তাঁর ' দাদাভাই ' হয়ে গেছি ।