কাউকেই ঠেস না দিয়ে বলা যায় কথাটা --
--------------------------------------------------


জানা ছিলোনাকো রাজ্যপালের
বঙ্গে অভাব টেস্ট কিট ?
কুণাল যদি না মনে করে দিত
তা হলে কি ছিল সব ফিট ?
কেন্দ্রকে যদি বললেই হয়
করেন নি কেন ফোনটা ?
সেদিন যে বড়ো কারফিউ শেষ
নাড়াচ্ছিলেন ঘন্টা !!
যদি সত্যি ই থ্যাংকস দিতে তিনি
পেটালেন ড্রাম পাঁচটায় !
শাঁখ বাজালেন কোন যেন নেতা
আর কারা যেন
পটকা ফাটালো রাস্তায় ।
আমি তো বলবো , যা কিছু করার
করে চলেছেন মমতা !
করোনার সাথে লড়ে চলেছেন
যতটুকু তাঁর ক্ষমতা !!
কতদিন ধরে বলে চলেছেন
আগে
প্লাগ তো করুন রন্ধ্র !
করোনা আসছে বিদেশ হইতে
তাই,
উড়ান করুন বন্ধ ।
গরিবের কথা শোনেনিকো কেউ
করোনা পড়লো ঢুকে ।
এখন কেবল বাজিমাৎ করা
বাত নেতাদের মুখে ।।
( এ বি পি আনন্দে ঘন্টা খানিক সঙ্গে সুমনে সেদিন করোনা প্রসঙ্গে জোর আলোচনা হচ্ছিল । রাজ্যপাল ধনকড় সাহেব বললেন , আমিও অংশ নেবো ।খুব ভালো কথা । ডঃ কুণাল সরকার ছিলেন সেই অনুষ্ঠানে পার্টিসিপেন্ট । তিনি ধনকড় সাহেবকে একটা মূল্যবান প্রশ্ন ছুঁড়ে দিলেন । তা , সে প্রশ্ন বলুন বা রিকোয়েস্ট বলুন শুনে রাজ্যপাল সাহেব বললেন , ঠিক আছে । কুণাল বললেন ,রাজ্যে টেস্ট কিটসের বড় অভাব । রাজ্যপাল অবাক হলেন ,বললেন , তাই নাকি ? দেখছি । এক্ষুণি কেন্দ্রকে ফোন লাগাচ্ছি ।
তারপরে  পদ্যে )