তুমি বুঝি ভেবেছিলে ,
তোমাদের আগমনবার্তা গেছে রটে ?
সন্দেশ পৌঁছে গেছে সন্দেশখালিতে ?
তাই বুঝি , গধখালি পাখিরালা সজনে খালির
সব্বাই বনে গেছে জ্যোৎস্নার রাতে ?
ধন্য বুঝি বাসিন্দারা সুধন্যখালির ?
তাই বুঝি ,তরঙ্গের পায়ে নৃত্য
পঞ্চ মোহানীতে ?
সারসের কলকাকলিতে
যদিও বা পাখিরালা হয়নি মুখর ?
ঝড়খালি ঘুরে এসে
তুমি বুঝি ভেবেছিলে ,
এখানের আর সব রয়েল বেঙ্গল
একদিন বর্বরতা ত্যজি'
সার্কাসের কর্বরিনীসম অবনতা লজ্জাহীনা হবে ?
তোমার পায়ের কাছে
পুচ্ছখানি উচ্চে তুলে মাথা ঘষে যাবে ?
তব মুখপাণে চেয়ে , মিয়াঁও ! মিঁয়াও !! ?
তুমি বাপু ! কোথাকার কোন খাঞ্জা খাঁ হে !
মনে কর কেও কেটা কেবল নিজেকে !!
ওই দূরে --ভাঁটার কাদায় শুয়ে মরা কোটালের
বাতিল হয়েছে ইদানীং
এবম্বিধ ধানভাণা ঢেঁকিটির মতো
গম্ভীর কুম্ভীর
কিংবা ওই বিশাল গোধিকা -
ওরা বুঝি ব'সে আছে
তোমাদের আসার আশায় ?
কিংবা গরুড় ঐ --ঐ যে মদনটাক
তোমাদের ই সমগোত্র বানরীর মতো
দ্রুত উড়ে এসে তোমার হাতের থেকে
নিয়ে যাবে বাদামের দানা,
কলাটা মুলোটা ?
কী ভাবো , বল তো ,
সোনার হরিণ দুটি প্রেক্ষণ-চকিতা
ওরা বুঝি আশ্রমের মৃগ ?
কণ্বমুণির ?
হাত থেকে শকুন্তলার
তুলে খাবে কচি কচি ঘাস ?
সাবানের মত কাদা মেখে সর্ব শরীরে
ঐ যে বরাহ গুলি ভেবেছো কি কারো গৃহেপোষা
বাসন্তীর শবর পাড়ার ?
আরে ভাই !
বন্য ওরা বনেতেই ভালো !!
ক্যামেরায় পারো , ধরো !
নয় , রাখো মনের ভিতরে ।
কেউ যদি বলে ,
সোঁদর বনেতে এসে বাঘ দেখোনিকো ?
জ্যান্ত বাঘ ? ডোরাকাটা ?
তাদের কপিশ চোখ অরণ্যের পাতার আড়ালে ?
দুঃখ ক'রনাকো !
তার চেয়ে , চেয়ে দ্যাখো -
দূরাদয়শ্চক্রনিভঃ জলরেখা
যত দূর চোখ যায় পঞ্চমোহানীতে !
ছলাৎ ছলাৎ ঢেউ !!
লঞ্চের ডেকে ব'সে
ঘড়ি ঘড়ি না-চাইতে চায়েতে চুমুক !!
চাঁদের আলোয় দ্যাখো
প্রাণভরে সুশান্ত নির্জন
সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে ওই দূরে হেতাল গর্জন
গড়িয়া গরাণ
গোলপাতা , কাঁকড়া , সুন্দরী !!
কান পেতে শোনো বোবা কথা
ওরা ডেকে বলে,
" আবার তুমরা যেন আইসো গো , বাবু "